ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নে বিশ্বনাথ (৩৮) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিশ্বনাথ ৭ বছর ধরে বিভিন্ন রোগে আক্রান্ত ও মানসিক সমস্যয় ভুগছিলেন। দক্ষিণ লেহেম্বা গ্রামের আতিয়া বর্মন এর ছেলে বিশ্বনাথ। ১৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টার দিকে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন।
পরিবার ও এলাকাবাসি জানায়, বিশ্বনাথ ৭ বছর ধরে অসুস্থ ও মানসিক রোগে ভুগছিলেন। তার স্ত্রী মাঠে গরু নিয়ে গেলে এসময় বাড়ি ফাঁকা পেয়ে, নিজ ঘরে গলায় দড়ি দেয়। তার স্ত্রী মাঠ থেকে বাসায় এসে দেখেন বিশ্বনাথ ঘরের সরের সাথে ঝুলছেন। স্বামীকে বাঁচাতে চিৎকার চেচামেচি শুনে এলাকাবাসি এসে বিশ্বনাথ এর ঝুলন্ত মরদেহ নিচে নামান। পরে পুলিশে খবর দিলে রাণীশংকৈল থানা পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে পরিবারের কোন অভিযোগ না থাকায়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :