মাদারীপুরে চাঞ্চল্যকর ইকবাল বেপারী হত্যা মামলার প্রধান আসামী সুলতান সরদার (৫০) কে গ্রেপ্তার করেছে র্যাব ৮। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বরিশালের গৌরনদীর উপজেলার শরিকল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সুলতান সরদার চরখাগদী গ্রামের হাসেম সরদারে ছেলে।
র্যাব জানায়, আসামি সুলতান সরদারের সাথে চরমুগরিয়া এলাকার ইকবাল বেপারী এর সাথে দীর্ঘদিন যাবৎ আধিপত্য নিয়ে বিরোধের জেরে গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চরমুগরিয়া বাজারের সেলিম সুপার মার্কেটে ইকবাল বেপারীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় সুলতান সরদারসহ তার সহযোগীরা। হামলা চালিয়ে ইকবালের দোকানপাট ভাংচুর ও লুটপাট করে। এসময় হামলাকারীরা ইকবাল বেপারী কে হত্যার উদ্দেশ্যে আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এছাড়া হাত বোমার বিষ্ফোরণ করে এলাকা ত্যাগ করে। পরে স্থানীয়রা ইকবাল কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
র্যাব আরো জানায়, বরিশাল সদর ও মাদারীপুর ক্যাম্পের সমন্বয়ে গোপন ও তথ্য প্রযুক্তি সহায়তায় সুলতান সরদারকে গৌরনদীর শরিকল বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সদর মডেল থানার মামলা নং ৫১। তাকে ১৪৩, ১৪৭, ৪৪৮, ৩২৫, ৩২৬, ৩০২, ৩০৭, ৩৮০, ৪২৭, ৪৩৬, ১১৪/৩৪ ধারায় পেনাল কোডে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় হত্যা, নারী নির্যাতন, মাদক ও দাঙ্গা হাঙ্গামা সহ মোট আটটি মামলা রয়েছে।
যার নম্বর-সদর থানার মামলা নং-৬, ৪/১০/১৭; ধারা-৩০২/৩৪ ও মামলা নং-৬২,২৪/০২/২০৪;ধারা-১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৫০৬/১১৪ পেনাল কোড। সদর থানার মামলা নং-১৬, ১৫/০১/২০; ধারা-৩৬(১) সারিণর ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮, সদর থানার মামলা নং-২২, ১১/০২/১৬; ধারা-১৯(১) এর ৯(খ)/২৫ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, সদর থানার মামলা নং-২৭, ২৩/০২/২০; ধারা-৩৬(১) সারিণর ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮; সদর থানার মামলা নং-৭, ০৪/০৬/১৫; ধারা-১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন; সদর থানার মামলা নং-৬৯, ২৩/০৮/১৪; ধারা- ৯(৪)(খ) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩; তৎসহ ৩২৩ পেনাল কাড-১৮৬০ এবং সদর থানার মামলা নং-১৬, ১১/০১/২৪; ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩৪ পেনাল কোড, তৎসহ ৩/৪ বিষ্ফোরক উপাদানাবলী আইন, ১৯০৮।
র্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে স্থানীয়রা জানান, সুলতান সরদার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রোমান বেপারী হত্যার ঘটনায় জড়িত ছিলেন। এছাড়াও তিনি র্যাবের ক্রসফায়ার তালিকায় ছিলেন। অদৃশ্য শক্তির কারণে তালিকা থেকে তার নাম বাদ পড়ে।
আপনার মতামত লিখুন :