ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৯:২৬ পিএম

সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

ঝালকাঠি জেলা পুলিশ সুপার উজ্জল কুমার রায় । ছবি: রূপালী বাংলাদেশ

ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার উজ্জল কুমার রায় মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তাঁর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, ৫ আগস্টের পর থেকে কিছু দুস্কৃতিকারী সুযোগ নিচ্ছে, যাতে পুলিশ রাস্তায় না নামতে পারে। পুলিশ রাস্তায় না থাকলে তো তাদের সুবিধা হয়, তারা চুরি, ডাকাতিসহ নানা অপরাধ করতে পারবে। আপনাকে নিরাপদ রাখতে হলে পুলিশের প্রয়োজন আছে, তাই পুলিশকে সহযোগিতা করতে হবে। পুলিশ হচ্ছে আমাদের নিরাপত্তার একটি অপরিহার্য অংশ। পুলিশ ছাড়া নিরাপত্তা দেওয়া অসম্ভব। সমাজে নানা ক্ষেত্রে বৈষম্য ছিল, স্বজনপ্রীতি ছিল। আসলে আমাদের প্রত্যাশিত সেই দেশ নেই। দেশটাকে ঠিক করতে হবে। এ জন্য আমাদের সবার যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে, তাহলেই দেশ সংস্কার হবে। সুন্দর দেশ গড়তে পুলিশ সুপার সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন।

নবাগত পুলিশ সুপার উজ্জল কুমার রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাবেক সভাপতি  বীরমুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, বীরমুক্তিযোদ্ধা দুলাল সাহা,  ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি অলোক সাহাসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। 

আরবি/জেডআর

Link copied!