আলোচিত-সমালোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেপ্তার করতে গিয়েছিলেন পুলিশ। এসময় মাহফিলের মঞ্চে উপস্থিত ছিলেন এই বক্তা। তবে পুলিশ আসার খবরে মাহফিল ফেলে বিলের পানির মধ্য দিয়ে পালিয়ে যান।
শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলামপুরে এ ঘটনা ঘটে। গিয়াস উদ্দিন আত-তাহেরি ভক্তদের হামলার শিকার হয়েছেন পুলিশ। পুলিশকে বহনকারী তিনটি গাড়ি তাদের হামলার শিকার হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিজয়নগর উপজেলার চর ইসলামপুরে বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরি একটি মাহফিলের আয়োজন করা হয়। খবর পেয়ে পুলিশ মাহফিলে তাকে গ্রেপ্তার করতে গেলে মাহফিল থেকে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে পেছনে বয়ে যাওয়া একটি বিলের পানি দিয়ে তাহেরি পালিয়ে যান।
এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে রোববার (১৫ ডিসেম্বর) দুপুর নাগাদ এ বিষয়ে মামলা দায়ের হয়নি।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়াও তাহেরির বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে।
খবর পেয়ে পুলিশ মাহফিলে থেকে তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পড়েন। সেখান থেকে পেছন দিয়ে একটি বিল দিয়ে তাহেরি পালিয়ে যান। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়ি।
এর আগে, গত শুক্রবার (১৩ ডিসেম্বর) আখাউড়ায় বিনা অনুমতিতে তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। সেখানে পুলিশ গিয়ে রাত বেশি হওয়ায় দ্রুত মাহফিল শেষ করার কথা বলে। এসময় তাহেরির ভক্তরা হামলা করে বাবুল মিয়া নামের এক এসআইয়ের মাথা ফাটানোর ঘটনা ঘটে। এই ঘটনায় তাহেরিসহ ১৫ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেন।
আপনার মতামত লিখুন :