সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রেনে কাটা পড়ে কোহিনুর বেগম (৪৫) নামে এক চা দোকানির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার আলোকদিয়ার গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনুর বেগম আলোকদিয়া গ্রামের হাসান শিকদারের স্ত্রী।
স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঢাকা থেকে চিলাহাটিগামী "নীলসাগর এক্সপ্রেস" ট্রেনটি রেলসেতু অতিক্রম করার সময় কোহিনুর বেগম ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু হান্নান বলেন, "ট্রেনে কাটা পড়ে একজন নারীর মৃত্যুর খবর পেয়েছি। মৃতদেহ এখন তার নিজ বাড়িতেই আছে।"
এ বিষয়ে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার এসআই তপন ঘোষ জানান, "নীলসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।"
আপনার মতামত লিখুন :