কক্সবাজারের টেকনাফে ১৯ বনকর্মীকে অপহরণের একদিন যেতে না যেতেই এবার হোয়াইক্যং-শামলাপুর সড়ক থেকে ফের সিএনজি অটোরিকশার চালকসহ ৮ জনকে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। তবে এখনও পর্যন্ত অপহৃতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৭টার দিকে টেকনাফের হোয়াইক্যং-শামলাপুর সড়কে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শোভন কুমার শাহা শামলাপুর সিএনজি অটোরিকশার লাইনম্যান মো. আবদুর রহিম বলেন, সকাল আনুমানিক ৮টার দিকে হোয়াইক্যং থেকে আসা শামলাপুরগামী দুটি সিএনজি অটোরিকশা হোয়াইক্যং-শামলাপুর সড়কে পৌঁছালে ঢালা থেকে ডাকাতদলের সদস্যরা দুটি সিএনজির চালকসহ আনুমানিক ৮ জনকে অপহরণ করে গহীন পাড়াড়ে নিয়ে যায়। খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে অপহৃতদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি।
অপরদিকে স্থানীয় ছৈয়দ হোসেন মেম্বার বলেন, সোমবার রাতে বাহারছড়া ইউনিয়নের বড় ডেইলের মুদির দোকানদার জসিম উদ্দিনকে ২০-২৫ জনের অস্ত্রধারী ডাকাতদল তার দোকান থেকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়।
এ ব্যাপারে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শোভন কুমার শাহা বলেন, হোয়াইক্যং- শামলাপুর সড়কে দুইটি সিএনজি অটোরিকশা থেকে চালকসহ যাত্রী অপহরণের ঘটনা শুনে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছি। অপহৃতদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছি। কতজন অপহরণ হলেন সেটার সঠিক তথ্য এখনো জানা যায়নি। সিএনজি দুইটি উদ্ধার করা হয়েছে।
এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) সোমবার সকালে টেকনাফের জাদিমুড়া পাহাড়ে বন বিভাগের কাজ করতে গিয়ে রোহিঙ্গা ও স্থানীয় শ্রমিকসহ ১৯ জন অপহরণের শিকার হয়েছেন। এখনো তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি।তবে তাদের উদ্ধারে র্যাব ও পুলিশ জনগণকে সাথে নিয়ে অভিযানে রয়েছে। অপহ্নত বনকর্মীদের কাছ থেকে ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবী করছে পাহাড়ি দুর্বৃত্তরা এমনটি জানিয়েছেন অপহ্নতদের স্বজনেরা।
উল্লেখ্য, অপহরণ করে মুক্তিপণ আদায়,অবৈধভাবে মালয়েশিয়া পাচারের জন্য গহীন পাহাড়ে নিয়ে বন্ধি করে রাখা এবং নারীদের যৌন হয়রানি করা এখন সীমান্ত উপজেলা টেকনাফের নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।দিন দিন অপহরণ অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে টেকনাফ।টেকনাফের ইতিহাসে স্বরণকালের সবচেয়ে ভয়ংকর অপহরণ বলে জানান বিশিষ্ট জনেরা।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গিয়াস উদ্দিন জানান, পাহাড়ি সন্ত্রাসীদের ধরতে পুলিশ সবসময় তৎপর রয়েছে।গত সাপ্তাহে ৫ জন দালাল সহ মালয়েশিয়া পাচারকালে মোট ৬৬ জন ভিকটিম উদ্ধার করেছে পুলিশ।বনকর্মী সহ হোয়াইক্যং শামলাপুর ঢালা থেকে অপহ্নতদের উদ্ধার ও দুর্বৃত্তদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :