ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

সামিট পাওয়ার প্লাটের নিয়ন্ত্রন নিয়ে আ’লীগ ও বিএনপি মধ্যে উত্তেজনা

মো. দেলোয়ার, আড়াইহাজার

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ০৮:৪৯ পিএম

সামিট পাওয়ার প্লাটের নিয়ন্ত্রন নিয়ে আ’লীগ ও বিএনপি মধ্যে উত্তেজনা

ছবি: রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জ: বন্দরে সামিট পাওয়ার প্লাটের নিয়ন্ত্রন নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এদিকে উত্তেজনার ঘটনার  খবর পেয়ে বন্দর উপজেলায় দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান। ২১ আগস্ট বুধবার সকাল ১০টায় বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ টিক্কারমোড় এলাকাস্থ সামিট পাওয়ার প্লাটের মেইন গেইটের সামনে এই ঘটনা ঘটে।

বিভিন্ন তথ্যসূত্রে ও স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জের ইসলামপুর, নয়াপাড়া, পিএম রোড এলাকার আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ ১৬ বছর ধরে সামিট পাওয়ার প্লান্টে পুড়া তেলের ব্যবসা করে আসছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে সারা দেশের ন্যায় বন্দরে রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। এদিকে বুধবার সকালে মদনগঞ্জের ইসলামপুর, নয়াপাড়া ও মদনগঞ্জ পিএম রোড এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা সামিট পাওয়ার প্লান্ট থেকে পুড়া তেল বের করার উদ্যোগ নিলে খবর পেয়ে সকাল থেকে সুবিধা বঞ্চিতরাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সামিট পাওয়ার প্লান্টের সামনে অবস্থান নেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্য চরম উত্তেজনার সৃষ্টি হয়।

এব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে মদনগঞ্জ ইসলামপুর এলাকার স্বেচ্ছাসেবক লীগের নেতা গনমাধ্যম কে জানায়, সামিট পাওয়ার প্লান্ট কর্তৃপক্ষের সাথে  গত ২৫ জুন ২০২৪ ইং সাল হইতে আগামী ২৫ জুন ২০২৫ সাল মেয়াদে ১ লাখ ৫৩ হাজার লিটার পুড়া তেল ক্রয় সংক্রান্ত ব্যাপারে একটি চুক্তি হয়। পরে গত ৩১জুলাই উল্লেখিত প্রতিষ্ঠানকে পুড়া তেল ক্রয় ব্যাপারে নগদ ১৪ লাখ টাকা প্রদান করি।  এর ধারাবাহিকতায়  বুধবার সকালে সামিট পাওয়ার প্লান্টে আমাদের পুড়া তেলের গাড়ী প্রবেশের খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা উল্লেখিত প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে পুড়া তেল নিতে বাধা সৃষ্টি করে।

নাম প্রকাশ না করার শর্তে বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের একাধিক বিএনপি নেতা গনমাধ্যম কে আরো জানান, আওয়ামী লীগ সরকার শাসন আমলে মদনগঞ্জের ইসলামপুর, নয়াপাড়া, পিএম রোডের কতিপয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সাধারণ মানুষকে নানা ভাবে ভয়ভীতি দেখিয়ে সামিট পাওয়ার প্লান্টে পুড়া তেল লুটেপুটে খাচ্ছে ৷ এ সামিট পাওয়ার প্লান্টের শব্দ দূষণ ও অতিরিক্ত কম্পনের  কারনে উল্লেখিত এলাকাসহ এর আশে পাশের এলাকার  সাধারণ জনগন মারাত্মক ভাবে ক্ষতি সাধন হচ্ছে। তাদের অপকর্ম রুখে দেওয়ার জন্য সুবিধা বঞ্চিতসহ ১৯ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা সকালে সামিট পাওয়ার প্লান্টের সামনে অবস্থান নেয়

আরবি/জেডআর

Link copied!