পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে নড়াইল, যশোর, খুলনা নতুন রেল রুটে শেষ ধাপে পরীক্ষামূলক ট্রেনটি যশোর সিঙ্গিয়া স্টেশন পর্যন্ত চলাচল সম্পন্ন হয়েছে।
রোববার ট্রেনটি সকাল ৯টা ১০ মিনিটের সময় ঢাকা কমলাপুর রেলস্টেশন থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু করে বেলা ১২টার দিকে ট্রেনটি যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনে এসে পৌছায়। ১৫
মিনিট যশোরের সিঙ্গিয়া স্টেশনে অবস্থানের পর ট্রেনটি খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের এ শেষ ধাপে পরীক্ষামূলক ট্রেনটিতে ছিলেন, বাংলাদেশ
রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব আব্দুল বাকের, সেনাবাহিনীর কর্মকর্তাসহ রেলওেয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এ সময় রেলওেয়ে মন্ত্রনালয়ের সচিব আব্দুল বাকী জানান,পরীক্ষামূলক ট্রেনটি সকাল ৯টা ১০ মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে পদ্মা সেতু, ভাঙা, নড়াইল হয়ে যাত্রা শুরু করে যশোর
সিঙ্গিয়া স্টেশনে এসে পৌঁছায়। আশা করছি সাড়ে তিন ঘন্টার মধ্যে আমরা খুলনায় পৌঁছাতে পারবো। আমরা যে ট্রায়াল রানটি করছি, সে উপলক্ষে আমরা অভিনন্দন জানাচ্ছি নতুন এ
রেলপথ নির্মাণে যারা জড়িত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপের কর্মকর্তাদের।
তিনি আরও বলেন, আমরা আশা করছি সামনের মাসে অর্থাৎ ডিসেম্বরের প্রথম সপ্তাহে এ নতুন রেলপথে বানিজ্যিক যাত্রা শুরু করতে পারবো।
ট্রেন চালক মো. সাখাওয়াত হোসেন বলেন, কোন রকম ঝামেলা ছাড়াই ট্রায়াল সম্পন্ন হয়েছে। আমরা কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে নতুন এ রেলপথে যাত্রাকালে ট্রেনটির গতিবেগ ছিল
ঘন্টায় ৯৫ থেকে ১০০ কিলোমিটার। আর বগি ছিল ১১টি।
আপনার মতামত লিখুন :