ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

বিএসএফ’র বাধার পরেও মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৬:২০ পিএম

বিএসএফ’র বাধার পরেও মুহুরী নদীর সেই সেচ পাম্প চালু

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মুহুরী নদীর সেচ স্কিমের পাম্প মেশিন চালু করতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রথমে বাধা দিলেও শেষপর্যন্ত তা চালু হয়েছে। ফলে সেখানকার ১২০ একর জমির বোরো চাষাবাদের অনিশ্চয়তা অবশেষে দূর হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

স্থানীয়রা জানান, জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর গ্রামের কৃষকরা মুহুরী নদীর পানি দিয়ে প্রতিবছর ওই এলাকার জমিতে বোরো চাষাবাদ করে আসছিলেন।

গত ২৫ ডিসেম্বর চলতি মৌসুমে বোরো চাষাবাদ করার জন্য মুহুরী নদীর পাড়ে সেচ পাম্প বসাতে গেলে কৃষকদেরকে বাধা দেয় বিএসএফ। এরপর বিষয়টি বিজিবির নিজ কালিকাপুর ক্যাম্পে জানান তারা। 

সেচপাম্পের লাইনম্যান ও কৃষক নুর মোহাম্মদ (৪৮) জানান, বিএসএফের সঙ্গে বিজিবির আলাপের পর সেচ পাম্পটি চালু করা হয়েছে। 

স্থানীয় কৃষক সামছুল আলম (৫৪) বলেন, আদর্শ জনকল্যাণ সমিতির মাধ্যমে প্রায় ৪০ বছর ধরে সেচস্কিমটির মাধ্যমে এখানকার কৃষকরা উপকৃত হচ্ছেন। হঠাৎ করে এটি বন্ধ করে দেওয়ায় প্রায় ২০০ কৃষক বিষয়টি নিয়ে অনেকটা অনিশ্চয়তার মধ্যে ছিলেন। সেটা কেটে গেছে।

ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, অভিযোগ আসার পর বিএসএফের সিও পর্যায়ে কথা বলা হয়েছে। পরে কৃষকদের সেচ পাম্পটি চালুর নির্দেশ দেওয়া হয়। 

 

আরবি/এইচএম

Link copied!