ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন পটিয়ার ফাইজুল

পটিয়া (চট্রগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৪, ১১:১৫ এএম

সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন পটিয়ার ফাইজুল

সহকারী অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ ফাইজুল ইসলাম। ছবি: রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামের পটিয়ার সন্তান শেখ মোহাম্মদ ফাইজুল ইসলাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন। তিনি পটিয়া পৌর সদরের ৭ নং ওয়ার্ডের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মুন্সি মিয়ার একজন ব্যবসায়ী ও সমাজহিতৈষী।

বুধবার (২৮ আগস্ট) রাতে এই নিয়োগ ও বাতিল সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছেন আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জারি হওয়া প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের ১৬১ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তাদের মধ্যে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার এ কৃতি সন্তান নিয়োগ পাওয়ায় ফাইজুল ইসলামের পরিবার পরিজনসহ পটিয়া জুড়ে উৎসাহ উদ্দীপনার শেষ নেই।

এদিকে, বুধবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে ১৩ আগস্টের আগে নিয়োগপ্রাপ্ত সব পূর্বের সব সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে। এ নিয়ে অ্যাটর্নি জেনারেলসহ রাষ্ট্রের আইন কর্মকর্তার সংখ্যা ২৪০ জনে দাঁড়িয়েছে।

সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বে নিয়োগপ্রাপ্ত সব সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক দ্য বাংলাদেশ ল অফিসার্স অর্ডার-১৯৭২–এর ৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের ১৬১ জন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করা হলো।

গত ৫ আগস্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত ও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরদিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ পদত্যাগ করেন। পরদিন দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পদত্যাগ করেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৩ আগস্ট সুপ্রিম কোর্টের তিন আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে এবং ৯ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগে বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ উল্লেখযোগ্যসংখ্যক আইনকর্মকর্তা পদত্যাগ করেন।

বৃহস্পতিবার রাতে সহকারী অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ ফাইজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পটিয়া প্রেস ক্লাব।

উল্লেখ্য, সদ্য নিয়োগ পাওয়া সহকারী অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ ফাইজুল ইসলাম আইনজীবী হিসেবে হাইকোর্ট বিভাগে তালিকাভুক্ত হন ২০১৫ সালের ১১ এপ্রিল।

আরবি/জেডআর

Link copied!