দীর্ঘ ১৭ বছর পর্যন্ত আমরা জালিমের বন্দিশালায় বন্দি ছিলাম, আমরা এখনো স্বাধীন হতে পারিনি। ভারতীয় দোসর ছিলো অনির্বাচিত শেখ হাসিনার সরকার। তারেক রহমানের নেতৃত্বে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। এ পতনের মাধ্যমে আমরা একটি নিরপেক্ষ সরকার পেয়েছি। আমরা আশা করছি, অল্প কিছুদিনের মধ্যেই এ সরকার নির্বাচন দিবেন। সেই নির্বাচনে ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে।
পাথরঘাটা উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের আয়োজনে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে পাথরঘাটা কে.এম. সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসভায় লন্ডন থেকে ভার্সুয়ালি জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য মাওলানা শামীম আহমেদ এসব কথা বলেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাইদুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান ফাহিম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আল হাদিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরাফাত রহমান অভি, পৌর ছাত্রদলের আহবায়ক রাহাজুল ইসলাম প্রমুখ।
মাওলানা শামীম বলেন, পাথরঘাটাবাসি এখন পর্যন্ত আতঙ্কে রয়েছে, আওয়ামী দোসরা বিদায় নিয়েছে, এখনও আওয়ামী চ্যালা রয়েছে তারা অনুপ্রবেশকারী হয়ে হামলা-মামলা করছে। আমরা জানি, বিএনপির নেতারা দীর্ঘ ১৭টি বছর আন্দোলন-সংগ্রাম করেছে, আজও তারা বৈষম্যের শিকার হচ্ছে। আমি পাথরঘাটাবাসিকে বলতে চাই, আপনাদের কোন ভয় নেই, আপনাদের সঙ্গে আমি আছি, আমার নেতা তারেক রহমান আছে। যারা ১৭ বছর পর্যন্ত কোন নেতাদের ফোন ধরেনি, খোজ-খবর রাখেনি, লজ্জা হচ্ছে আজকের তারা অনেক কিছুই করতে চাচ্ছেন।
শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান।
আপনার মতামত লিখুন :