মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

আগামী নির্বাচনে পরাজিত প্রার্থী বিজয়ী প্রার্থীকে আলিঙ্গন করবেন: ইসি ফজল

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৫, ১০:৫৬ পিএম

আগামী নির্বাচনে পরাজিত প্রার্থী বিজয়ী প্রার্থীকে আলিঙ্গন করবেন: ইসি ফজল

ছবি : রূপালী বাংলাদেশ

‘ভোটবিহীন নির্বাচন’ সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষ্যে তথ্যসংগ্রহকারী, সুপারভাইজার ও রেজিস্ট্রেশন অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দিনাজপুর জেলা নির্বাচন কার্যালয় আয়োজিত মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মাসুদ আর মামুন, সিনিয়র নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম।

নির্বাচন কমিশনার বলেন, এখন একজন স্কুলছাত্র বোঝে গণতন্ত্রহীনতা আমাদের জাতীয় নিরাপত্তাকে কীভাবে হুমকির মুখে ঠেলে দিয়েছে। ভোটবিহীন নির্বাচন, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। সামনের নির্বাচন শুধুই নির্বাচন এই নির্বাচন হবে সামনে নতুন পথচলার নির্বাচন।

ইসি বলেন, আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন হবে ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন। যে নিবাচনে পরাজিত প্রার্থী হাসিমুখে বিজয়ী প্রার্থীকে আলিঙ্গন করবেন, অভিনন্দন জানাবেন।

নিবার্চন শুধু নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। নির্বাচন কমিশন দিক নির্দেশনা দিতে পারে, পরিকল্পনা দিতে পারে, রূপরেখা দিতে পারে। বাস্তবায়নের দায়িত্ব মাঠ পর্যায়ের সবার, বলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো একটি সুন্দর, স্বচ্ছ এবং বির্তকহীন ভোটার তালিকা। নির্বচন কমিশন এই কাজটি করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে।

আরবি/ এইচএম

Link copied!