ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

বন্ধুর হাতে প্রবাসীর স্বর্ণ চালান, দেশে এসেই লাপাত্তা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৭:০৪ পিএম

বন্ধুর হাতে প্রবাসীর স্বর্ণ চালান, দেশে এসেই লাপাত্তা

পলাতক বন্ধু রাকিবুল। ছবি: রূপালী বাংলাদেশ

বিশ্বস্ত বন্ধু রাকিবুলের হাতে ১০০ গ্রাম স্বর্ণের বার ও ১০৫ গ্রাম ওজনের স্বর্ণের গহনা বাংলাদেশে পাঠান সৌদি প্রবাসী নাহিদ হাসান। স্বর্ণসহ দেশে এসে বাড়ি ফিরলেও স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে যান বগুড়ার সেই বন্ধু। স্বর্ণের বার ও গহনা আত্মসাতের উদ্দেশ্যে ঘর ছাড়লেও পুলিশের অভিযানে আটক হয়েছেন প্রবাসী রাকিবুল। তার কাছ থেকে আংশিক স্বর্ণ ও নগদ টাকা জব্দ করা হয়েছে। 

সোমবার (১৪ অক্টোবর) বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রতারণার অভিযোগ পেয়ে রোববার রাতে শহরের সেউজগাড়ী সেন্ট্রাল হাইস্কুল এলাকার একটি ভাড়া বাসা থেকে সৌদি প্রবাসী রাকিবুল হাসানকে (৩০) গ্রেপ্তার করা হয়। তিনি বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পাঁচবাড়িয়া এলাকার শাহাদাৎ হোসেনের ছেলে। কিছু পরিমাণ স্বর্ণ এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। বাকি স্বর্ণ উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। প্রতারণা মামলায় তাকে আদালতে পাঠানো হবে। 

জানা গেছে, গাবতলী উপজেলার সাঘাটিয়া দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুল জলিল পাইকারের ছেলে নাহিদ হাসান ও সদর উপজেলার রাকিবুল হাসান একসঙ্গে সৌদিতে থাকায় বিশ্বস্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। বন্ধু দেশে যাচ্ছে শুনেই তার হাতে ১০০ গ্রাম স্বর্ণের বার এবং ১০৫ গ্রাম স্বর্ণের গহনা তুলে দেন নাহিদ। গত ৮ অক্টোবর রাকিবুল দেশে পৌঁছান, কিন্তু বন্ধুর বাড়িতে যাননি। নাহিদের পরিবারের কাছে স্বর্ণগুলো বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও আত্মসাতের পরিকল্পনা করেন। রাকিবুল বাড়ি ফিরে স্ত্রী-সন্তান নিয়ে লাপাত্তা হন। 

এ ব্যাপারে রোববার (১৩ অক্টোবর) বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করেন সৌদি প্রবাসী নাহিদ হাসানের ছোট ভাই নিশাত হাসান। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় শহরের সেউজগাড়ী সেন্ট্রাল স্কুল এলাকা থেকে রাকিবুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে স্বর্ণ বিক্রির এক লাখ টাকা এবং আনুমানিক ৩০ গ্রাম স্বর্ণের গহনা উদ্ধার করা হয়েছে৷ 

আরবি/জেডআর

Link copied!