ঢাকা রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪

তিন দেবরের মারধরে প্রবাসীর স্ত্রী আহত

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৯:১৭ পিএম

তিন দেবরের মারধরে প্রবাসীর স্ত্রী আহত

ছবি: রূপালী বাংলাদেশ

চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জে তিন দেবরের বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকাল তিনটার দিকে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আলম বেপারি বাড়িতে এই ঘটনা ঘটে। মারধরের পর স্থানীয়রা প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান প্রবাসীর স্ত্রী তানিয়া। আহত তানিয়া বেগম উপজেলার হাজারীগঞ্জ ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ওমান প্রবাসী ফজলুল করিমের স্ত্রী। দেবররা হলেন, ইব্রাহিম, রুবেল ও খোকন।

শনিবার হাসপাতালে চিকিৎসাধীন প্রবাসীর স্ত্রী তানিয়া বেগম জানান, এক বছর পূর্বে তার বড় ননদ মৃত্যু বরন করেন। মৃত্যু ননদের রেখে যাওয়া কিছু স্বর্ণালংকার জমা রেখে পুত্র বধু তানিয়ার কাছ থেকে তার শশুর আলম বেপারি ৩০ হাজার টাকা নেন। শুক্রবার বিকালে দেবর ইব্রাহিম ওই স্বর্ণালংকার ফেরত চায় এসময় তানিয়া স্বর্ণালংকার দিতে রাজি না হওয়ায় ইব্রাহিমের সাথে তার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে দেবর রুবেল ও খোকন এসে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এসময় তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করেন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান প্রবাসীর স্ত্রী তানিয়া। 

স্থানীয় সাদ্দাম ও নুরনবী জানান, শুক্রবার বিকালে প্রবাসীর স্ত্রীর ডাকচিৎকার শুনে ঘটনাস্থল এসে তানিয়াকে মারধর থেকে রক্ষা করতে গেলে রুবেল ও খোকন তাদেরও মারধর করে।

এদিকে অভিযুক্ত দেবর রুবেল মারধরের বিষয়টি অস্বীকার করেন। 

শ্বশুর আলম বেপারি জানান, তানিয়ার কাছে জমা রাখা মৃত মেয়ের কিছু স্বর্ণালংকার ফেরত চাইতে গেলে ছেলে ইব্রাহিমের সাথে বাকবিতন্ডার একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে।

 এবিষয়ে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারিক হাসান রাসেল জানা, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরবি/জেডআর

Link copied!