বগুড়ার ধুনটে রাতের আধারে ওয়ায়েজ কুরুনি নামের এক মসজিদের ইমাম ও তার ছোট ভাইয়ের খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ৪ ডিসেম্বর দিবাগত রাতের কোন এক সময় উপজেলার গোপালনগর ইউনিয়নের পিপুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এতে প্রায় ৪০/৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ইমাম ওয়ায়েজ কুরুনি ও তার ভাই জিব্রাইলের। এ ঘটনায় বৃহস্পতিবার ওয়ায়েজ কুরুনি বাদি হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিবাদী করে ধুনট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ওয়ায়েজ কুরুনি জানান, বুধবার রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ি।
এতমাস্থায় কে বা কারা শত্রুতার বসত আমার ও ছোট ভাই জিব্রাইলের ক্ষতি সাধনের লক্ষ্যে বাড়ির পাশে থাকা দুটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে আগুনের লেলিহান শিখা আশে পাশের লোকজন দেখতে পেয়ে ডাকাডাকি করলে পরিবারের সদস্যরা বাহিরে এসে দেখি আমাদের খড়ের গাদায় দাউদাউ করে আগুন জ্বলছে। পরে স্থানীয়রা পানি দিয়ে আগুন নির্বাপণ করেন। ততক্ষণে দুইটি খড়ের গাদার সব খড় পুড়ে ছাই হয়ে গেছে।
ধুনট থানার ডিউটি অফিসার জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :