ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪

প্রাইভেটকারে মজুত ছিল ৫০৮ বোতল ফেন্সিডিল

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৬:৩৮ পিএম

প্রাইভেটকারে মজুত ছিল ৫০৮ বোতল ফেন্সিডিল

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়া-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি করছিলেন বগুড়ার র‍্যাব-১২ সদস্যরা। একটি প্রাইভেটকারের গতিরোধ করে পাওয়া যায় ৫০৮ বোতল ফেন্সিডিল।

সোমবার বগুড়ার ঠেঙ্গামারা এলাকা থেকে মাদক সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-ঠাকুরগাঁওয়ের রবিউল আলম, শামীম হোসেন ও আলীম উদ্দিন। মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন, তিনটি ব্যাগ এবং নগদ ১৬ হাজার ৫শ‍‍` টাকা জব্দ করা হয়েছে ৷ 

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান এসব তথ্য নিশ্চিত করে জানান, প্রাইভেটকারে থাকা দুটি লাগেজে ৫০৮ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!