সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের মতো বাংলাদেশের ধর্মাবলম্বীরা বড়দিনের উৎসবে মেতেছেন। বগুড়ায় ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দের মাধ্যমে দিনটি উদ্যাপন করা হয়। ২৫ ডিসেম্বর খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন বা ক্রিসমাস ডে। খুবই তাৎপর্যপূর্ণ দিন হিসেবে এই ধর্মের প্রতিষ্ঠাতা যিশু খ্রিস্টের জন্মদিন পালন করা হয়। বড়দিন উপলক্ষে বগুড়ার উপাসনালয় সেজেছে বাহারি রঙে। চার্চ প্রাঙ্গনে ধর্মীয় গানে গানে মুখরিত করে তোলেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সাঁটানো হয়েছে বাইবেলের বাণী। প্রার্থনা ঘরে রাখেন খ্রিস্টযাগের রীতির বই।
বুধবার (২৫ ডিসেম্বর) বগুড়া শহরের গোহাইল সড়কে খ্রীস্টিয় মণ্ডলীর উপাসনালয়ে বড়দিনের কেক কাটেন পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম। সেখানে প্রার্থনা, ধর্মীয় গান, আলোচনা সভা ও কীর্তন অনুষ্ঠিত হয়। সবকটি চার্চে উদযাপিত হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। চার্চের পাশাপাশি বিভিন্ন বাড়ি সাজানো হয়েছে। উপাসনালয়ে ধর্মীয় আলোচনায় অংশ নেন পালক গিলবার্ট মৃধা ও সাবেক পালক প্রধান মি. সৌরভ বিশ্বাস।
বগুড়া খ্রীস্টিয় মণ্ডলীর সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্বে আলোচনা সভায় মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুর রশিদ, জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র সুমন রঞ্জন সরকার, বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন, এ্যাড. বার্নাড তমাল মন্ডল, অর্পনা প্রামানিক, মাইকেল আশের বেসরা, ছবি বিশ্বাস, মার্গারেট বন্দনা দাস জুঁই, রোনাল্ড প্রামানিক, টোনাম সরকার প্রমুখ।
আপনার মতামত লিখুন :