দুপচাঁচিয়া বিশ্ববিদ্যালয় ক্লাবের আয়োজনে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বরধারী দুই শিক্ষার্থীকে ড. জালাল উদ্দিন মন্ডল এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গত ১৪ ডিসেম্বর শনিবার দুপুরে দুপচাঁচিয়া ফুড গার্ডেন রেস্টুরেন্টের কনফারেন্স রুমে ক্লাবের সভাপতি আব্দুস সালাম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন ফকিরের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) অধ্যাপক ড. এফএম আমিনুজ্জামান রিপন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-চাপাইনবাবগঞ্জ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর ড. মাহাবুবুর রহমান, বগুড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক ড. জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, দুপচাঁচিয়া মহিলা কলেজের উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কালাম মোস্তফা হেলাল, ক্লাবের সাবেক সভাপতি শিক্ষক সুদেব কুমার কুণ্ডু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মান্নান খান, অসীম কুমার দাস, পর্যটন বিষয়ক সম্পাদক আনোয়ার উল আজাদ লিটন, এ্যাওয়ার্ডপ্রাপ্ত ছাত্রীর অভিভাবক রায়হান আলম, এ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী রিফাহ তাসনিয়া, রাহিমুল ইসলাম জিহাদ প্রমুখ।
পরে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বরধারী দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রিফাহ তাসনিয়া ও রাহিমুল ইসলাম জিহাদের হাতে ক্লাবের পক্ষ হতে প্রত্যেককে ড. জালাল উদ্দিন মন্ডল এ্যাওয়ার্ড, সনদপত্র ও নগদ ৪০ হাজার টাকা তুলে দেন অতিথিবৃন্দ।
সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের ও ক্লাবের মরহুম সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :