ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

চোরাচন্ডি কালী মন্দিরে চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৯:৪৪ পিএম

চোরাচন্ডি কালী মন্দিরে চুরি

ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলার সদরে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ডহরপুর চোরাচন্ডি কালী মন্দিরে চুরি সংঘটিত হয়েছে। গত শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে চোরেরা অফিস ঘরের তালা কেটে চোরেরা ভিতরে ঢুকে আলমারী ভেঙ্গে সোনার টিপ, কাঁসা পিতলের পুজার বাসনপত্রসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

ডহরপুর চোরাচন্ডি মন্দির কমিটির সভাপতি অলক কুমার মৈত্র জানায়, সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার মন্দিরে পুজা অর্চনা হয়। বগুড়া জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা মনের বাসনা পূরণের আশায় মন্দির পুজা দিতে চোরাচন্ডি মায়ের কাছে সোনার টিপ, শাড়ী, পাঠা, কবুতর, কলাপাষানসহ ভোগ প্রসাদ নিয়ে এই চোরাচন্ডি মন্দিরে দেন। এসব সামগ্রির মধ্যে
ভোগ হিসাবে ভক্তদের মাঝে বিতরণ ও সোনার টিপ, শাড়ীসহ প্রভৃতি সামগ্রি মন্দিরে সংরক্ষণ করা হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টায় সাপ্তাহিক মন্দিরের নিয়োজিত পুরোহিত, বাদ্দকর, যোগারীসহ মন্দিরের অন্যান্য নের্তৃবৃন্দ মন্দিরে এসে দেখেন অফিস -ভান্ডার ঘরের তালা কেটে চোরচক্র ভিতরের ঢুকে মন্দিরের অফিসে থাকা আলমারী ভেঙ্গে পুজার কাজে ব্যবহৃত সোনার কয়েকটি টিপ, কাঁসা পিতলের পুজার বাসনপত্রসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল
চুরি করে নিয়ে গেছে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করার পর পুলিশ শনিবার সকালে ঘটনাস্থল পরির্দশন করেছেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানায়, মন্দিরটিতে আগে থেকেই কোন পাহারাদার রাখা হয়নি। নিরাপত্তাহিন অবস্থায় থাকায় চুরির ঘটনা ঘটে। মন্দির
নিরাপত্তা দিতে কমিটির সভাপতি ও সম্পাদককে বলা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে চোরচক্র সনাক্ত ও গ্রেপ্তার তৎপরতা চালানো হচ্ছে।

আরবি/জেডআর

Link copied!