মানিকগঞ্জের শিবালয়ে ৩৫ মেগাওয়ার্টের একটি সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে "দেশের বিদ্যুৎ ও জ্বালানীখাতে বিগত সময়গুলোতে ব্যাপক অনিয়ম ও দুর্ণীতি হয়েছে" বলে মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়ায় স্পেকট্রা সোলার পার্ক লিমিটেডের ৩৫ মেগাওয়ার্টের একটি সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির।
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানীখাতে বিগত সময়গুলোতে ব্যাপক অনিয়ম ও দুর্ণীতি হয়েছে।
২০১০ সালে আইন করার মাধ্যমে কোন প্রতিযোগীতা ছাড়াই প্রকল্প গ্রহণ করা হতো। এর মধ্য দিয়ে খাতিরের লোকজনের মধ্যে প্রকল্প ভাগভাটোয়ারা করা হতো। তাদের ইচ্ছে মতো বিদ্যুতের দাম বাড়ানো হতো। তাদের উদ্দেশ্য ছিল অনিয়মের মাধ্যমে বেশি দামে বিদ্যুৎ কিনে তা নানা অযুহাতে গ্রাহকের কাছে অতিরিক্ত দামে বিক্রি করা।
তিনি আরোও বলেন, দেশের বন্যাকবলিত এলাকায় দুর্ঘটনা এড়াতে সাময়িক বিদ্যুৎ লাইন বন্ধ রাখা হয়েছে। বন্যায় ক্ষয়ক্ষতির তালিকা তৈরী করা হচ্ছে। পানি নেমে যাওয়ার সাথে-সাথে দ্রুত সঞ্চালন লাইন চালু করা হবে।
এর আগে তিনি, মানিকগঞ্জের বেউথা মিফতাহুল হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করে শিক্ষার্থীদের খোঁজখবর নেন।
মাদ্রাসার পাশে কবরস্থানে তার শ্বশুরের কবর জিয়ারত ও আহতদের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
সোলার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সচিব মোঃ হাবিবুর রহমান, মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আক্তার সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্পেক্টা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়র আফতাব উদ্দিন খান বাচ্চু উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :