ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সমাজে সকল ভেদাভেদ দূর করতে আউলিয়াদের জীবনাদর্শ অনুসরণের বিকল্প নেই: এয়াকুব আলী

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৯:৪০ এএম

সমাজে সকল ভেদাভেদ দূর করতে আউলিয়াদের জীবনাদর্শ অনুসরণের বিকল্প নেই: এয়াকুব আলী

ছবি: রূপালী বাংলাদেশ

হাজারো ভক্ত ও অনুসারীদের জিকির আসকার, খতমে কোরআন, মিলাদ মাহফিল ও তবারুক বিতরণের মধ্যদিয়ে প্রখ্যাত অলিয়ে কামেল চট্টগ্রামের পটিয়ার হযরত উলা মিয়া শাহ (রহ:) এর ৩৮তম বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে উপজেলার কুসুমপুরা উত্তর হরিনখাইন মাজার প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

বার্ষিক ওরশ পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী। মাহফিলের প্রধান আলোচক হিসেবে তকরির পেশ করেন আল্লামা গাজী আবুল কালাম বয়ানী, আলোচক হিসেবে আরো তকরির পেশ করেন মাওলানা নুরুল আমিন জিহাদী, মাওলানা আব্দুন নুর আলকাদেরী।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শিল্পপতি এম এয়াকুব আলী বলেন, কেয়ামত পর্যন্ত দিশেহারা মানুষের সংস্কার সাধনে যুগে যুগে আবির্ভূত হবেন আউলিয়া ও বুজুর্গানে দ্বীন। আত্ম-অহমিকা, হিংসা, ক্রোধ, বিদ্বেষ, হানাহানি, অনৈতিক-অনৈসলামিক কার্যকলাপের দরুন বর্তমানে বিশ্বে অস্থিরতা, যুদ্ধ, অশান্তি ছড়িয়ে পড়েছে। এখন সকল ভেদাভেদ দূর করতে আউলিয়াদের জীবনাদর্শ অনুসরণের বিকল্প নেই।

তিনি আরও বলেন, মানুষের মনে ঐশী প্রেম জাগ্রত করে সুন্দর ও ন্যায়ের পথে জীবন যাপনে মানব সমাজকে উদ্বুদ্ধ করে মানবতার ইহকালীন ও পরকালীন মুক্তি ও কল্যাণ নিশ্চিত করার শিক্ষা ও দীক্ষা দেয় আউলিয়াকেরামগন।

দিনব্যাপী খতমে কুরআন শরিফ, হাম-নাথ পরিবেশন, মিলাদ কিয়াম ও আখেরি মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যদিয়ে সোমবার রাতে শেষ হয়। এতে হাজার হাজার ভক্ত অনুরক্ত আশেকানরা অংশ গ্রহণ করেন।

আরবি/জেডআর

Link copied!