বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৬:৪৬ পিএম

রায়গঞ্জে মহাসড়ক জুরে চোরাই তেলের মহোৎসব

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৪, ০৬:৪৬ পিএম

রায়গঞ্জে মহাসড়ক জুরে চোরাই তেলের মহোৎসব

ছবি: রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে হাটিকুমরুল বনপাড়া, পাবনা, বগুড়া, ঢাকা মহাসড়ক জুড়েই চলছে চোরাই তেল ব্যবসায়ীদের তেল চুরির মহোৎসব। মহাসড়কের পাশের হোটেলগুলোর একপাশে একটি ঝুপড়ি ঘরের সামনে কিছু তেলের ড্রাম আর পাইপ ঝুলানো দেখলেই চুরি করে তেল বিক্রি করে দেয় অসাধু চালক। 

সরেজমিন ঘুরে দেখা যায়, হাটিকুমরুল, বনপাড়া মহাসড়ক থেকে শুরু করে, হাটিকুমরুল, সাহেবগঞ্জ, ঘুরকা বেলতলা, ভূইয়াগাতী, পাঁচলিয়া, ধোপাকান্ধি, সি,আর,বিসি, হরিনচরা, দবিরগঞ্জ, বোয়ালিয়া, এসব এলাকায় প্রত্যেকটি হোটেলের সামনে দেদারছে চলছে চোরাই তেল বাণিজ্য। আর এসব বেশির ভাগই হোটেল মালিকদেরই নিয়ন্ত্রনে।

স্থানীয় কতিপয় এই চক্রটি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাকি দিয়ে চোরাই তেলের ব্যবসা চালাচ্ছে। এসব চিত্র মহাসড়কের সকল হোটেলের সামনেই দেখা যায়। হাইওয়ে রাস্তার হোটেলের পার্শে ছোট্ট একটা ঝুপড়ি ঘরের পিছনে কালো পর্দার আড়ালে একই কায়দায় বড় তেলবাহী গাড়ি ও পন্যবাহী গাড়ি থেকে নামানো হয় বিপুল পরিমাণ তেল, ভুট্টা, রড, সিমেন্ট, কয়লা, এমনকি পাথরও। প্রতি রাতেই নামে লাখ টাকা মূল্যের ব্যারেল ব্যারেল তেল ও পন্যসামগ্রী।

এসব তেল ও পন্য সামগ্রি যায় স্থানীয় বাজারে পাইকারি দোকানে। ভোজ্য ও জ্বালানি উভয় তেল নামানো হয় এ রোডে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বৈধ তেল ব্যবসায়ী, ও পন্যর ডিলার এবং পাম্প মালিকেরা । তবে রহস্যজনক কারণে বৈধ ব্যবসায়ীরা এসব অবৈধ দোকান বন্ধের দাবি তুলছেন না।

ভোর থেকে শুরু করে সারারাত পর্যন্ত চলে এসব দোকানে প্রকাশ্যে চোরাই তেল নামানোর কাজ। অন্যদিকে এসব দোকান থেকে স্থানীয় হাট-বাজারে সরবরাহের দৃশ্যও চোখে পড়ে প্রকাশ্যেই। শক্তিশালী হচ্ছে তাদের সিন্ডিকেট। অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালী নেতা এসব স্পট থেকে নিয়মিত চাঁদা তুলেন। আর এ কারণেই অবাধে চলে এমন চোরাই তেলের রমরমা  বাণিজ্য।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানায়, মালামাল পরিবহনের মহাসড়ক হিসেবে পরিচিত ঢাকা বনপাড়া ও ঢাকা মহাসড়কে চোরাই তেল ছাড়াও অন্যান্য পণ্য চোরাই সিন্ডিকেট সক্রিয় সদস্য রয়েছে। এসব চক্র প্রশাসনের অসাধু সদস্যদের ম্যানেজ করেই এসব ব্যবসা চালিয়ে আসছেন।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, আমাদের টহল টিম নজর দারিতে রয়েছে আমরা চেষ্টা করছি অবৈধ তেলের দোকান বন্ধে, কোথাও তেল নামানো দেখলে আমরা মামলা দেই। আমরা খবর পেলে অবশ্যই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করব।

এ প্রসঙ্গে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, অবৈধ্য তেল ব্যবসায়ীদের ডেকে নিষেধ করেছি এর পরও যদি কোথাও অবৈধভাবে তেল বিক্রি করে জানতে পারলে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরবি/জেডআর

Link copied!