সিরাজগঞ্জের রায়গঞ্জে ওরেছা বেগম নামে এক পাগলীর কুলখানি ও দোয়া অনুষ্ঠানে হাজারো জনতার ঢল নামে। রোববার (৫ জানুয়ারি) বাদ ফজর পাগলী ওরেছা বেগমের নিজ বাসভবন উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পশ্চিম লক্ষিকোলা এলাকায় এই কুলখানি ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেন ডুমরাই সমাজ কল্যাণ সমবায় সমিতি।
এ উপলক্ষে পতিত জায়গায় বিশাল সামিয়ানা টাঙিয়ে মানুষের বসার ব্যবস্থা করা হয়। পরে আগতদের স্থান সংকুলান না হওয়ায় সামিয়ানার বাইরেও বসার মাদুর দেওয়া হয়। ভোর সাড়ে ৬টায় দোয়া মাহফিল শুরু হয়ে শেষ হয় ৭ টায়। এ সময় পাগলী ওরেছা বেগমের রুহের শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মৃত লতিফুল নেছার একমাত্র মেয়ে ওরেছা পাগলী। তার বয়স আনুমানিক ৮০। জন্মের পর মায়ের সাথে থাকলেও ছোট বেলায় মা মারা যাওয়ার পর অন্যের বাড়িতে ভিক্ষা করেই চলেছে তার জীবিকা। এলাকার কারো কাছে মামা পাগলী, কারো কাছে ওরেছা, বগা পাগলী নামে পরিচিত ছিলেন তিনি।
আয়োজন কমিটির সবুজ তালুকদার, অনিক মির্জা ও শরিফুল ইসলাম জানান, পাগল-পাগলী আমরা অনেক দেখেছি। কিন্তু এরকম পাগলী আমরা খুব কমই দেখেছি। সে কখনোই কারো উপকার ছাড়া ক্ষতি করে নাই। জগতে তার কেউ না থাকায় আমরা যুব সমাজের উদ্যোগে এই কুলখানি ও দোয়ার আয়োজন করি। আশপাশের গ্রাম থেকে চাল টাকা তুলে প্রায় ১৫`শ মানুষের মেহমানদারির আয়োজন করা হয়।
কুলখানি ও দোয়া মাহফিলে আসা, ডুমরাই গ্রামের আকমুল হোসেন, পূর্বপাইকড়া গ্রামের সুজন ইসলাম, বাঐখোলা গ্রামের আব্দুর রহিম, লক্ষীবিষ্ণপ্রসাদ গ্রামের আকুল হোসেনসহ অনেকেই জানান, ঝর বৃষ্টি নেই। যেখানেই এই ওরেছা পাগলী আমাদের দেখেছে সেখানেই তিনি সব সময় আমাদের তাড়াতাড়ি বাড়িতে যেতে বলেছে। এখন সে আর এই দুনিয়াতে নাই। আজ আমরা সবাই তার কুলখানিতে এসে তার জন্য মন থেকে দোয়া করলাম। মহান আল্লাহ তায়ালা যেনো আমাদের ওরেছা পাগলীকে জান্নাতবাসী হিসাবে কবুল করেন।
আপনার মতামত লিখুন :