বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

দুমকিতে তিন বস্তা পলিথিনসহ আটক ১

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৫, ১০:২২ এএম

দুমকিতে তিন বস্তা পলিথিনসহ আটক ১

ছবি: রূপালী বাংলাদেশ

পটুয়াখালীর দুমকি পায়রা সেতু টোল প্লাজা এলাকা থেকে ৩ বস্তা পলিথিন জব্দ করেছে দুমকি থানা পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) রাত ১১টায় পায়রা সেতু টোল প্লাজা এলাকা থেকে  মোঃ রবিউল মল্লিক (২৫) নামে একজনসহ তিনবস্তা পলিথিন জব্দ করে পুলিশ। আটক রবিউল মল্লিক বরিশাল জেলার বাকেরগঞ্জের দুধলমৌ গ্রামের জলিল মল্লিকের ছেলে।

জানা গেছে, রবিউল মল্লিক ৩ বস্তা পলিথিন নিয়ে অটো রিকশায় যাওয়ার পথে আটক করে পুলিশ। পরে দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহীন মাহমুদ এর ভ্রাম্যমাণ আদালতে আটককৃত রবিউল মল্লিককে ১ হাজার টাকা অর্থদণ্ড ও আটককৃত ৩ বস্তা পলিথিন জব্দ করা হয়েছে।দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, জব্দকৃত পলিথিনের মূল্য ৬০ হাজার টাকা।
 

আরবি/জেআই

Link copied!