বগুড়ার ধুনটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজন মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার ৯ ডিসেম্বর রাতে সদর ইউনিয়নের বেলকুচি গ্রামের ঈদগাহ মাঠ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্বাবধায়নে এই অভিযানের নেতৃত্ব দেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।
এ সময় তিনজন মাদকসেবীকে ১০০ টাকা করে অর্থদণ্ড ও তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিমেল রিছিল।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলো- ধুনট উপজেলার বেলুকচি গ্রামের আলাউদ্দিনের ছেলে গোলাম রব্বানী (৫৫), কাজিপুর উপজেলার রহবাড়ী এলাকার লাল মিয়ার ছেলে রুবেল সরকার (২০) ও স্থলবাড়ী এলাকার জয়নাল আবেদীনের ছেলে রবিউল হাসান তমাল (২৯)।
ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি গ্রামে অভিযান চালিয়ে তিনজন মাদকসেবীকে আটক করা হয়। এসময় তাদের কাছে পাওয়া মাদকদ্রব্য জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পরে স্বীকারোক্তি অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতে তিনজন মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :