বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের প্রাথমিক সদস্য পদ থেকে ফজলুর রহমান, আকতার হোসেন দুলাল ও আব্দুল হাকিমকে বহিষ্কার করা হয়েছে। তাদের কোনো অনৈতিক কর্মকান্ডের দায়ভার নেবে না প্রেস ক্লাব। বহিষ্কৃতদের ব্যাপারে সর্ব সাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
গতকাল প্রেসক্লাব হলরুমে সভাপতি মো. বকুল হোসেনের সভাপতিত্বে জরুরি সভায় সর্ব সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসক্লাবের নিয়মিত সভায় অনুপস্থিত, সাংবাদিকতার নামে দীর্ঘদিন ব্যক্তির প্রচারকর্মী হিসেবে কাজ করা এবং প্রেসক্লাবের সদস্য থাকা অবস্থায় তথাকথিত মিডিয়া সেন্টার নামে নতুন সংগঠন করে অপতৎপরতাসহ নানা অভিযোগে ফজলুর রহমান, আকতার হোসেন দুলাল ও আব্দুল হাকিমকে বহিষ্কার করা হয়। তারা আওয়ামী লীগ সরকার সময়ে কোনো অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেননি। নেতার দাসত্ব করেছেন বলেও অভিযোগ রয়েছে। নন্দীগ্রাম উপজেলায় পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় প্রেসক্লাব।
আপনার মতামত লিখুন :