জয়পুরহাটের আক্কেলপুরে ডাকাতির আটদিন পর ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে চোরাইকৃত দুইটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম। গতকাল শনিবার বিকেলে পাশ্ববর্তী বগুড়া জেলার ধুনট ও নন্দীগ্রামে অভিযান চালিয়ে ডাকাত ও অটোরিকশা উদ্ধার করে পুলিশ।
আক্কেলপুর থানার (ওসি) সাংবাদিকদের জানান, গত (২৫ অক্টোবর) শুক্রবার ভোরে আক্কেলপুর-তিলকপুর সড়কের কাদোয়া বটতলী এলাকায় গাছে রশি ধরে পথরোধের পর চালকদের হাত-পা বেঁধে মারধর করে মালামালসহ তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা ডাকাতেরা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরের দিন গত শনিবার (২৬ অক্টোবর) উপজেলার দক্ষিণ রামশালা গ্রামের অটোরিকশা চালক মো. আব্দুর রউফ বাদী হয়ে আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৩। মামলার একদিন পর গত (২৭ অক্টোবর) আক্কেলপুর রেলস্টেশনের পশ্চিম গলি থেকে চিয়ারীগ্রামের ডাকাত দলের সক্রীয় সদস্য সোয়াইব ওরুফে বাঁধন (৪২) ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এরপর গত শুক্রবার (১ নভেম্বর) নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে আন্তজেলার একই উপজেলার হেলাল হোসেন (৪২) পিতা. মৃত জোব্বার, নওগাঁ সদর উপজেলার হেলাল উদ্দীন (৪৪) পিতা. নীলচান মন্ডল ও বগুড়া জেলার আদমদীঘি উপজেলার কালাম তালুকদার (৩৬) পিতা. মোহাসিন তালুকদার তিন ডাকাতকে গ্রেপ্তার করে। বদলগাছী থানা পুলিশ আমাদেরকে গ্রেপ্তার কৃত ডাকাতদের ব্যাপারে অবহিত করলে আমরা ডাকাতি মামলার বাদী মো. আব্দুর রউফকে বদলগাছী থানায় নিয়ে গেলে তিনি ডাকাতদের শনাক্ত করেন। জিজ্ঞাসাবাদে আটককৃত ডাকাতরা জড়িত আরও তিন জনের নাম বলে। এরপর আমরা গতকাল শনিবার (২ নভেম্বর) অভিযান চালিয়ে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা থেকে মো. ইউসুফ আলী(৩৪) পিতা. আবু বক্কর সিদ্দিক ও ধুনট উপজেলা হতে জাকির হোসেন (২৫) পিতা. হাসেন, ফরহাদ (৩০) পিতা. মঞ্জুর তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় এবং তাদের তথ্য মতে ধুনট উপজেলা থেকে বিভিন্ন এলাকা হতে চোরাইকৃত ২টি অটোরিকশা উদ্ধার করা হয়।
ভুক্তভোগী বাদী অটোরিকশা চালক মো. আব্দুর রউফ বলেন, আমি বদলগাছী গিয়ে আটককৃত ৩ ডাকাতকে শনাক্ত করি। তাদের তথ্য অনুযায়ী গতকাল আক্কেলপুর থানা পুলিশ বগুড়ার ধুনট ও নন্দীগ্রাম থেকে ৩জন ডাকাতকে গ্রেপ্তার ও চোরাইকৃত দুটি অটোরিকশা উদ্ধার করে। কিন্তু উদ্ধারকৃত অটোরিকশা দুটি আমাদের নয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, ভুক্তভোগীর দায়ের করা মামলায় গ্রেপ্তার তিন ডাকাতকে আদালতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি আরও বলেন ছিনতাই হওয়া অটোরিকশা তিনটি উদ্ধারের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :