ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল টিকিট সুপারভাইজারের

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৪, ০৮:০০ পিএম

চলন্ত ট্রেন থেকে পড়ে প্রাণ গেল টিকিট সুপারভাইজারের

নিহত ইমরান হোসেন। ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহে চলন্ত কম্পিউটার ট্রেন থেকে পড়ে ইমরান হোসেন (২৪) নামের সহকারি টিকিট সুপারভাইজারের মৃত্যু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে নগরীর কেওয়াটখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন বরগুনা জেলার আমতলী উপজেলার টেপোবা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি ওই কম্পিউটার ট্রেনের সহকারি টিকিট সুপারভাইজার ছিলেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন মৃত্যুর বিষয়টি রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত রোববার জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা কম্পিউটার ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। সন্ধ্যার দিকে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী ব্রিজ এলাকা পর্যন্ত আসতেই দরজার কাছে থাকা ট্রেনের সহকারি টিকিট সুপারভাইজার ইমরান পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায়। এমতাবস্থায় আশপাশের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ট্রেনের খোলা দরজার দিকে আসার একপর্যায়ে ট্রেনের ঝাঁকুনিতে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।


 

আরবি/জেডআর

Link copied!