বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

টিকটকার সাথী ও তার সহযোগী ইয়াবাসহ গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ১১:৫৬ এএম

টিকটকার সাথী ও তার সহযোগী ইয়াবাসহ গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নেছারাবাদে টিকটকার রাবেয়া আক্তার সাথী (৩৮) ও তার সহযোগী সাইফুল ইসলাম শাওন মাঝিকে (৩৫) ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যার সময় উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি বাজারে ইয়াবা বিক্রির সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাবেয়া আক্তার কামারকাঠি গ্রামের জলিল শেখের মেয়ে। এ ছাড়া, সাইফুল ইসলাম শাওন সোহাগদল গ্রামের এনামুল হক চুন্নু মাঝির ছেলে। সাথী এবং সাইফুল উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

জানা গেছে, পুলিশ দুজনের নামেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। শনিবার (৩০ নভেম্বর) তাদের আদালতে নেয়া হবে।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন জানান, শুক্রবার বিকেলে কামারকাঠিতে ইয়াবা বিক্রি করছিলেন তারা। দুজনই এলাকার চিহ্নিত মাদক কারবারি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। থানায় তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সকালে তাদের পিরোজপুর আদালতে পাঠানো হবে।

আরবি/এফআই

Link copied!