হবিগঞ্জ: হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলার সবগুলো নদ, নদীর পানিও বিপৎসীমার নীচে নেমেছে। শনিবার বিকেল ৪টায় খোয়াই নদীর পানি হবিগঞ্জ শহরের মাছুলিয়া পয়েন্টে ১৫৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, খুব দ্রুত পানি নামছে।
ভারপ্রাপ্ত জেলা ত্রাণ কর্মকর্তা সুমী রানী বল জানান, জেলায় মোট ১৬ হাজার ৪৪০টি পরিবারের ৬৫ হাজার ৫৬০ জন মানুষ পানিবন্দি হয়েছেন। তাদের জন্য মোট ১২৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। চালু হয়েছে ৭টি। তাদের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে।
এদিকে বেসরকারিভাবে ত্রাণ বিতরণ হচ্ছে সবচেয়ে বেশি। বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, ইসলামী আন্দোলন, জামায়াতসহ অনেকেই ব্যক্তি পর্যায়ে ত্রাণ বিতরণ করছেন। পানি নামায় শনিবার থেকে আখাউড়া-শায়েস্তাগঞ্জ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
আপনার মতামত লিখুন :