চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদীতে। ফুলছড়ি উপজেলার বালাসীঘাটে এই নৌকা বাইচের আয়োজন করেন বালাসী যুব সমাজ, ফুলছড়ি এই নৌকা বাইচের আয়োজন করে। এর আগে ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শফিউল করিম দোলন, সোলায়মান হোসেন শহিদ, ওহিদুল ইসলাম জয়, আশরাফুল ইসলাম বিদ্যুত, সাইদুর রহমান ডিপটি, মাসুদ রানাসহ অন্যরা। নৌকা বাইচ দেখতে গাইবান্ধাসহ উত্তর জনপদের বিভিন্ন স্থান থেকে নারী পুরুষ উপভোগ করেন ।
খেলা দেখে আনন্দে মেতে ওঠেন নারী পুরুষ দর্শকরা। পরে ব্রহ্মপুত্র নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জামালপুর, সাঘাটা, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার দল অংশ নেয়।
রংপুরের সোনারতরী, সাঘাটার মায়ের দোয়া, জামালপুরের শেরেবাংলা, ফুলছড়ির বালাসী তুফান, বকসীগঞ্জের গাজী সৈনিক, সরিয়াকান্দির যমুনা এক্সপ্রেসসহ ৭টি বাইচ দল অংশ গ্রহন করে। বাইচে রংপুরের সোনারতরী বাইচ দল বিজয়ী হয়। চ্যাম্পিয়ন হয় জামালপুরের বাইচ দল শেরেবাংলা। আজ দুপুরে শুক্রবার বিয়য়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
আপনার মতামত লিখুন :