গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে ঠাকুরগাঁওয়ে ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলা উপভোগ করতে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের সমাগম ঘটে।তরুন প্রজন্মের দাবি বিলুপ্তের হাত থেকে রক্ষার্থে প্রতি বছর এাই খেলার আয়োজন করা উচিত।
বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার আকচা ইউনিয়ন বিএনপি পূর্ব শাখার আয়োজনে ফাঁড়াবাড়ি এতিমখানা মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করতে সকল বয়সের নারী পুরুষ শিশু তথা অবালবৃদ্ধবনিতা দূর-দূরান্ত থেকে ছুটে আসে। এ সময় মাঠে কমপক্ষে ৫ হাজার দর্শনার্থীর ভিড় জমে উঠে।

খেলায় এ,বি,সি নামে তিনটি গ্রুপে ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। ‘এ’গ্রুপে ৭টি ও ‘বি’ গ্রুপে ১৩ টি সি গ্রুপে ৬টি ঘোড়া অংশ গ্রহন করে।খেলায় ঠাকুরগাঁও,পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারীসহ বেশ কয়েকটি জেলার প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
দর্শনার্থীরা জানান, ঘৌড়দৌড় প্রতিযোগিতা গ্রামীন ঐতিহ্যের একটি খেলা।এ খেলাটি পরিবারের সবাই একসঙ্গে উপভোগ করা যায়। তাই প্রতি বছরে এমন খেলা আয়োজনের দাবি জানান।
ফাঁড়াবাড়ি এলাকার বাসিন্দা কৃষির এপিআই মেহেদী আহসান উল্লাহ বলেন,ঘৌড়দৌড়া প্রতিযোগিতা গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা।প্রতি বছর এখানে এই ব্যতিক্রমী খেলার আয়োজন করা হয়। এ বছরও আয়োজন করা হয়েছে। এখানে অসংখ্য মানুষ সমবেত হয়েছেন।
সুপ্রিম সীট কোম্পানীর পরিবেশক মোতাল্লেব তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,আমার বাসা পাবনা জেলায়। আমি আমার জীবনে কোনদিন এ রকম খেলাধুলা দেখার সৌভাগ্য হয়নি।এখানে যে পরিমান মানুষের সমাগম হয়েছে চারিদিকে লোকে লোকারন্য। কমপক্ষে ২০ থেকে ২৫ হাজারের মতো মানুষ এখানে এসেছে বলে আমার মনে হচ্ছে। তার চাইতে বড় বিষয় হলো কয়েক জেলার খেলোয়ার ঘোড়া নিয়ে সমবেত হয়েছে।
ঘোড়াদৌড় দেখতে আসা রেখা রানী নামে একজন গৃহবধূ বলেন, পরিবারের সবাই মিলে ঘৌড়দৌড় প্রতিযোগিতা দেখতে এসেছি। খুবই ভালো লাগলো। এমন আয়োজন যেন প্রতিবছর হয়। ঘোড়দৌড় দেখতে পেরে সকলেই অনেক আনন্দিত। হারিয়ে যাওয়া এই খেলাগুলোর যেন সবসময় আয়োজন করা হয়।
খেলার প্রধান অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক ভিপি ওবায়দুল্লাহ মাসুদ বলেন, খেলাধুলা মানুষের মাঝে একটি বন্ধন সৃষ্টি করে। আয়োজনে অনেক মানুষের উপস্থিতি হয়েছে। হারিয়ে যাওয়া এসব খেলা সকলের উদ্যোগে টিকিয়ে রাখতে হবে। ঘোড়াদৌড় গ্রামীণ একটি ঐতিহ্যবাহী খেলা।

ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, সদর যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা-ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।
আপনার মতামত লিখুন :