ঢাকা মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪

২১ কোটি টাকা দামের অ্যাম্বারগ্রিস তিমি মাছের বমিসহ পাচারকারীকে আটক

শাহজাহান চৌধুরী শাহীন,  কক্সবাজার

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪, ০৪:১৩ এএম

২১ কোটি টাকা দামের অ্যাম্বারগ্রিস তিমি মাছের বমিসহ পাচারকারীকে আটক

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে বিক্রয় নিষিদ্ধ ২১ কোটি টাকা দামের ৮.৩৯৮ কেজি পারফিউম ও ঔষধ তৈরি অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) উদ্ধার করেছে বিজিবি। এ সময় আটক করা হয়েছে একজন পাচারকারীকে।

সোমবার ৭ অক্টোবর বিকাল সাড়ে ৫টার সময় শাহপরীরদ্বীপ বাজারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। 

আটক করা হয় চোরাচালানী চক্রের সদস্য টেকনাফন সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মনির আহমদের ছেলে শামসুল আলম (৩৫)।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, উদ্ধারকৃত অ্যাম্বারগ্রিস (তিমি মাছের বমি) কক্সবাজারস্থ বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটে পরীক্ষা করে অ্যাম্বারগ্রিসের বৈশিষ্ট্য এবং সনাক্ত সম্পন্ন করা হয়। 

অ্যাম্বারগ্রিস হতে বিভিন্ন মূল্যবান পারফিউম ও ঔষধ তৈরি করা হয়। বাংলাদেশে এ ধরনের মূল্যবান ও দুষ্প্রাপ্য জিনিসের চোরাচালান অত্যন্ত বিরল ঘটনা।

তিনি জানান, উক্ত অ্যাম্বারগ্রিসে সিনথেটিক পদার্থের মিশ্রণের দ্বারা প্রমানিত হয় যে, অ্যাম্বারগ্রিস চোরাচালানের উদ্দেশ্যে বিদেশ থেকে পাচার করে বাংলাদেশে এনেছে। 

এছাড়াও আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে অ্যাম্বারগ্রিসের চালান তৃতীয় পক্ষের নিকট বিক্রির চেষ্টা করে। 

আটক অ্যাম্বারগ্রিস কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারী শাখায় জমা দেয়া হয়েছে। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা হয়েছে। 

আরবি/জেডআর

Link copied!