চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছোট লক্ষীপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিউলী বেগম (৪৫) নামে ৩ সন্তানের জননীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক।
রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিউলী বেগম ঐ গ্রামের মো. ফিরোজ আলীর স্ত্রী। সে ১ ছেলে ও ২ মেয়ের জননী।
শিউলী বেগমের ছেলে মোহাম্মদ রাব্বী বলেন, আমার মা ঘরে ঘরোয়া কাজ করার সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক সকেটে তার হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরবর্তীতে আমি এবং আমার বোন ইভাসহ বাড়ির লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মতলব দক্ষিণ নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমরা এখন এতিম হয়ে গেলাম।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর সংবাদ শুনে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :