ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

দুই ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ০৮:০২ পিএম

দুই ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

ছবি: রূপালী বাংলাদেশ

ময়মনসিংহের ত্রিশালের ধলা স্টেশনের আউটার  এলাকায় মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার দুই ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ লাইন ট্রেন চলাচল শুরু হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) দুপুর সোয়া ৩টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে দুপুর সোয়া একটার দিকে ঢাকা-ময়মনসিংহ লাইনের ধলা স্টেশনের আউটার এলাকায় ইঞ্জিন বিকলের হওয়ার ঘটনাটি ঘটে।

রেলওয়ে স্টেশন সূত্র জানায়, রোববার দুপুর সোয়া ১ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেন গফরগাঁও স্টেশনে যাত্রা বিরতির পর ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করে বন্ধ থাকা ধলা স্টেশনের আউটার সিগনাল এলাকায় ইঞ্জিন বিকল হয়। পরে এ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইন ক্লিয়ার না থাকায় এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর অগ্নিবীণা ট্রেন গফরগাঁও স্টেশনে আটকা পড়ে। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন এসে সোয়া ৩টার দিকে মহুয়া কমিউটার ট্রেনটি নিয়ে আউলিয়ার নগর স্টেশনে নিয়ে আসে। পরে মহুয়া ট্রেন রিলিফ ইঞ্জিনে সোয়া পাঁচটার দিকে ময়মনসিংহের উদ্দেশ্য ছেড়ে যায়।

আউলিয়ার নগর স্টেশন মাষ্টার হাসান আবিদুর রহমান বলেন, মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হলে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন দিয়ে আউলিয়ারনগর রেলস্টেশনে নিয়ে আসে। পরে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এসে সোয়া ৫টার দিকে ট্রেন আউলিয়ানগর রেলস্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়।

আরবি/জেডআর

Link copied!