ঢাকা শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

সিংগাইরে বৃক্ষপ্রেমী যুবক কোহিনুর

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৮:২৫ পিএম

সিংগাইরে বৃক্ষপ্রেমী যুবক কোহিনুর

ছবি: রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের সিংগাইরে বৃক্ষপ্রেমী কোহিনু খা নিজ খরচায় একাই রোপণ করেছেন প্রায় শতাধিক বৃক্ষ। সিংগাইর আঞ্চলিক মহাসড়কের গাজিন্দা হতে মেদুলিয়া ডাবলব্রীজ ও একই ইউনিয়নের কামুড়া এলাকায় রাস্তার পাড়ে মোভা পাচ্ছে কোহিনুর খা‘র রোপণকৃত বিভিন্ন ফলজ, বনজ ও বেষজ বৃক্ষ। কোহিনুর খা সিংগাইর উপজেলার গাজিন্দা গ্রামের আব্দুল খালেক খা‘র ছোট ছেলে।

তিনি লেখাপড়ায় ছোটবেলা হতেই ছিলেন ট্যালেন্ট। এছাড়াও খেলাধুলার প্রতিও ছিল তীব্র আগ্রহ ও উদ্দীপনা। বর্তমানে সিংগাইর উপজেলার ধল্লা বাজার এলাকায় ছোট একটি দোকান ভাড়া নিয়ে সেখানে করছে ফোন-ফ্যাক্স ও ফ্লেক্সিলোডের ব্যবসা। কোরিয়া গিয়ে উচ্চ বেতনে চাকুরি করে টাকা কামিয়ে এলাকার সামাজিক উন্নতিতে নিজেকে নিয়োজিত করবেন এমনটা আশা করে তিনি বলেন, কোরিয়ান ভাষা শিখার পাশাপাশি দোকান করে বেকারত্বের প্রভাব কাটাচ্ছেন তিনি।

বৃক্ষরোপণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বৃক্ষই হচ্ছে স্বয়ং শ্রষ্টা প্রদত্ব মানুষের জন্য একটি উত্তম দান। বৃক্ষ আমাদের ফলমূলের পাশাপাশি রোদের তীব্রতা থেকে রক্ষা করতে ছায়া দান করে। তবে সবচেয়ে যেটা বেশি দামি সেটা হচ্ছে অক্সিজেন। হ্যা বৃক্ষ আমাদের কার্বনডাই অক্সাইড গ্রহণ করে আমাদের বেঁচে থাকার অক্সিজেন দান করে থাকে। তাই বলা যায় বৃক্ষই আমাদের পরম বন্ধু। কিন্তু সম্প্রতি যেভাবে আমরা প্রয়োজনে অপ্রয়োজনে বৃক্ষ নিধনে পাল্লা দিয়ে নেমেছি তাই প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলতে পারে বলে নিজেদের প্রয়োজনেই বৃক্ষ রোপন করছি। ইনশাহ্ আল্লাহ্ ভবিষ্যতে এটা আরও বড় আকারে করা হবে।


 

আরবি/জেডআর

Link copied!