মাদারীপুরের ডাসার উপজেলা ৪২০ বস্তা টিএসপি সার ও ট্রাকসহ দুজনকে আটক করছেন ডাসার থানার পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে সার ও ট্রাকসহ দু`জনকে আটক হয়।
আটককৃতরা হলেন-গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের আমির সরদারের ছেলে ট্রাক চালক মো.সাগর সরদার (২৪) ও একই গ্রামের ইউনুস খলিফার ছেলে ট্রাকের হেলপার সোহান (২৩) খলিফা।
পুলিশ জানান, বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর থেকে ফরিদপুরে সার পাচার করা হচ্ছে খবর পেয়ে সোমবার রাত ৩ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার বালিগ্রাম ভাঙ্গাব্রিজ নামক স্থানে ৪২০ বস্তা সারসহ ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৬-৫০২৩) জব্দ করেন পুলিশ।
এ বিষয়ে ডাসার থানার এসআই মো. আজাদ হোসেন বলেন, সার পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে ৪২০ বস্তা সারসহ ট্রাক ও দু`জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ধারা ১৯৭৪ এর ২৫-বি/২৫-ভি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার দু`জনকে মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হবে।
আপনার মতামত লিখুন :