ময়মনসিংহের মুক্তাগাছায় নাশকতার মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার ৩নং তারাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও দলিল লেখক রেজাউল করিম ওরফে রেজাউল মুহুরী (৪৪) ও একই ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী সিদ্দিকি (৩৬)।
রোববার দুপুরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে কলাকান্দা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, তারা দুজনই ৩০ আগস্ট ২০২৪ তারিখে দায়ের করা একটি হামলা, ভাংচুর ও নাশকতার মামলার তালিকাভুক্ত আসামী। রোববার আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :