নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ২৩ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট টোলপ্লাজা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মাদক কারবারিরা হলেন গাজীপুর জেলার গাছা থানার মোল্লা মার্কেট এলাকার মরহুম আনসার মন্ডলের ছেলে মো: জাহিদুল ইসলাম (৩৮) ও কক্সবাজার জেলার মহেশখালী থানার ছোট মহেশখালী এলাকার মো: মনজুর আলমের ছেলে জিসান (২২)।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মহাসড়কের চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের সাথে থাকা পিকআপের ব্যাকডালা থেকে ২৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা পেশাদার মাদককারবারি, দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার থেকে এনে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে থাকে।
ওসি বলেন, তাদেরকে নারায়ণগঞ্জ জেলা আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সোনারগাঁ থানা পুলিশের তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :