যশোরের বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামে শুক্রবার রাতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতরা সবাই সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক
দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির সমর্থক বলে জানা গেছে।
আহতরা হলো খলিলুর রহমান, আব্দুল বিশ্বাস, শহিদ, ইমাদুল ইসলাম ও আব্দুস সালাম। আহতদের মধ্যে খলিলুর রহসান, আব্দুল বিশ্বাস ও আব্দুস সালামকে উদ্ধার করে গ্রামবাসী শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। অপর দু‘জন বাড়িতে চিকিৎসাধীন আছে। এসময়ে সন্ত্রাসীরা বেশ কয়েকটি বাড়ি ও দোকান ঘর ভাংচুর করে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার পুটখালী বাজারে বিএনপির একটি কর্মীসভা ছিল। এই কর্মী সভায় রাজাপুর গ্রামের লিটন দর্জি, আমিনুর, জিল্লুু, ও মামুনের নেতৃত্বে গ্রামের কয়েকজন
আওয়ামীলীগের লোকজন সাথে নিয়ে কর্মী সভায় যাচ্ছিলো। এতে বাঁধা দেয় একই গ্রামের আব্দুল গফফার, খলিলুর রহমান, আব্দুল বিশ্বাস, শহিদ, আব্দুস সালাম নামে বিএনপি কর্মীরা।
এনিয়ে শুরু হয় দু‘গ্রুপের তর্কাতর্কি। শুক্রবার রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান লিটনের অনুসারী বালুন্ডা গ্রামের কামরুলের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী রাজাপুর গ্রামে ঢুকে কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির সমর্থিত কর্মীদের দোকান ও বাড়ি ভাংচুর করে তাদের আহত করে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, থানায় কোন অভিযোগ হয়নি। স্থানীয় ভাবে ঘটনাটি মিটানো হচ্ছে বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :