কক্সবাজারের টেকনাফের শাহ্পরীর দ্বীপ থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুই জনকে আটক করেছে র্যাব-১৫। মঙ্গলবার ২৪ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ আবুল হোসেনের ছেলে মোস্তাক আহমদ (২১) ও মৃত আকবরের ছেলে আবুল হোসেন (৫৫)কে আটক করা হয়।
র্যাব ১৫ কক্সবাজার জানায়, গতকাল ২৪ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ক্যাম্পের অভিযানিক দল টেকনাফ শাহপরীরদ্বীপ মাঝের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। দুইজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। আরো দুইজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়। আটককৃত মাদক কারবারিদের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।
আপনার মতামত লিখুন :