ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

বিএনপি‍‍`র দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত দুইজন ঢাকা মেডিকেলে ভর্তি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ১১:০৭ পিএম

বিএনপি‍‍`র দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত দুইজন ঢাকা মেডিকেলে ভর্তি

ছবি: রূপালী বাংলাদেশ

মাদারীপুরের শিবচরের পাঁচ্চর  ইউনিয়নের দাসপাড়া গ্রামে, নিজেদের মধ্যে দলীয় বিবাদের কারনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ঘটনায় পাঁচটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি রয়েছেন মোতালেব বেপারী এবং ইব্রাহিম মোল্লা। গত ৩০ ডিসেম্বর রাত আটটার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে এবং এলাকাবাসীর মাধ্যমে জানা যায়, পার্শ্ববর্তী মাদবরের চর  ইউনিয়নের ডাইয়ারচর গ্রামে দুইদিন আগে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে, যুবদলের সিনিয়র সহ-সভাপতি শামীম চৌধুরীর সাথে মনোমালিন্য হয় শফিক সরকারের।

৩০ ডিসেম্বর সন্ধ্যার দিকে শফিক সরকার কয়েকজনক অনুসারীকে নিয়ে শামীম চৌধুরীর উপর চড়াও হয়। ওই ঘটনায় ক্ষিপ্ত হয়ে শামিম চৌধুরীর লোকজন হামলা চালায় মোতালেব বেপারী এবং ইব্রাহিম মোল্লার  উপর।

ভাঙচুর চালায়, রুবেল বেপারীর, ইব্রাহিম মোল্লা, মোতালেব ব্যাপারী এবং শফিক সরকারের বসত বাড়িতে। আহতদের সমর্থনকারীরা হামলা চালায় মোস্তফার বাড়িতে।

 এ বিষয়ে শামীম চৌধুরীর সাথে  মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি। এই ঘটনা এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে

ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরবি/জেডআর

Link copied!