বিজয়ের ৫৩বছর পূর্তিতে বিজয় মেলার আয়োজন করেছে দাউদকান্দি উপজেলা প্রশাসন। রোববার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে মেলার উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম।
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম বলেন, ‘আমরা শুধু কর্মের মধ্যে থাকবো না। আমাদের যে নিজস্ব কৃষ্টি, কালচার রয়েছে এই সংস্কৃতির বহি:প্রকাশ মেলার মাধ্যমে হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের কৃষ্টি, কালচার সবকিছুকে মেলার মাধ্যমে তুলে ধরতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম,উপজলা কৃষি অফিসার নিগার সুলতানা, উপজেলা মৎস্য অফিসার সাবিনা ইয়াসমিন চৌধুরী, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনায়েত চৌধুরী।
এ সময় উপজেলার সকল বিভাগের প্রধান ও রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :