নাটোরের লালপুরে পদ্মা নদী থেকে অবৈধ ভাবে মাটি কেটে বাধ দেওয়ায় ভরাট বালু উত্তোলন করে সরবরাহের অপরাধে রবিউল ইসলাম এবং সুইট নামের দুই ঠিকাদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে রবিউলকে ১ লাখ ৫০ হাজার ও সজিবকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টায় উপজেলার লালপুর এলাকায় সেনাবাহীনির এক অভিযানে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান।
সেনাবাহিনীর নাটোর ক্যাম্প কমান্ডার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানান, পদ্মা নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বাধ দেয়ায় ও ভরাট বালু উত্তোলন করে সরবরাহ করার অপরাধে ঠিকাদার রবিউল ইসলাম ও সুইটকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারায় যথাক্রমে দেড় লাখ ও এক লাখ টাকা মোট আড়াইলাখ টাকা জরিমানা প্রদান করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর কমান্ডার লে. কর্নেল মোক্তাদির সাংবাদিককে জানান।
আপনার মতামত লিখুন :