ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দুই বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত হয়েছেন।
এ ঘটনায় আটক করা হয়েছে নিহতের দুই বন্ধুকে।
রোববার (১১ আগস্ট) রাতে পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড নারায়ণপুর দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম-আব্দুর রাহিম (১৬)। তিনি নারায়ণপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
আটক দুজন হলেন একই এলাকার জামাল পাশার দুই ছেলে শাকিল (২০) ও মারুফ (১৬)।
পরিবারের সূত্রে জানা যায়, রাহিমকে পার্টি আছে বলে বাসা থেকে নিয়ে যান নারায়ণপুর নিউটাউনের জামাল পাশার একটি ঘরে। আচার খাওয়াকে কেন্দ্র করে একপর্যায়ে ছুরি দিয়ে আঘাত করে শাকিল ও মারুফ। তারা রাহিমের মৃত্যুর নিশ্চিত করে। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে সেনাবাহিনীদের হাতে তুলে দেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার ওসি মাহবুব আলম বলেন, কথাকাটাকাটির জেরে রাহিমকে ছুরিকাঘাত করেন তার বন্ধু শাকিল ও মারুফ। আটকের পর তাদেরকে থানায় হেফাজতে আনা হয়েছে। ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর হত্যার কারণ জানা যাবে। সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে ।
আপনার মতামত লিখুন :