ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

টর্চলাইট জ্বালিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ১০:৪৬ পিএম

টর্চলাইট জ্বালিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ছবি: রূপালী বাংলাদেশ

হবিগঞ্জের লাখাইয়ে জলমহালের দখল নিয়ে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ হয়েছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে নারী-শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার স্বজনগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এক পর্যায়ে রাত ৯টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও অন্যান্য আহতদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, জলমহালটি লাখাই ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপনের দখলে ছিল। বুধবার সন্ধ্যায় সেখানে মাছ ধরতে গেলে লাখাই ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারিছ মিয়া ও তার লোকজন বাঁধা দেয়। এ সময় দেশীর অস্ত্র নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আরিফ আহমেদ রুপন বলেন, আমাদের জলমহালে প্রতিপক্ষরা জোরপূর্বক মাছ ধরতে যায়, যা নিয়ে আমাদের লোকজনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষ বাঁধে।

অন্যদিকে বিএনপি নেতা হারিছ মিয়া জানান, এই জলমহাল নিয়ে এলাকায় বিভক্তি রয়েছে। এলাকাবাসী মাছ ধরতে গেলে চেয়ারম্যানের লোকজন তাদের ওপর হামলা চালায়।

এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, বিল দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবি/এইচএম

Link copied!