চট্টগ্রাম নগরের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই আরোহীর মৃত্যু হয়েছে। ফ্লাইওভারটিতে এটিই প্রথম কোনো দুর্ঘটনা।
শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ইপিজেড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নগরীর ইপিজেড থানার অফিসার ইনচার্জ মো: আখতারুজ্জামান বলেন, মোটরসাইকেলটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের পতেঙ্গা প্রান্ত থেকে লালখান বাজারের উদ্দেশে যাচ্ছিলো। ধারনা করা হচ্ছে, মোটরসাইকেলটি যখন ফ্লাইওভারের ফ্রী পোর্ট এলাকায় বাঁক নেয় তখনই এই দুর্ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেলে থাকা ২ জনের মধ্যে ১ জন ফ্লাইওভারটির বৈদ্যুতিক খুঁটিতে ঝুলে যায়। অপরজন ফ্লাইওভারে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহত ২ জনকে উদ্ধার করে।
মরদেহগুলো চট্টগ্রাম মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। নিহতের নাম পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :