ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

মেহেরপুরে বিএনপি নেতার বাড়িতে দুই দফায় হামলা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ১১:৫৬ এএম

মেহেরপুরে বিএনপি নেতার বাড়িতে দুই দফায় হামলা

ছবি: রূপালী বাংলাদেশ

মেহেরপুরে পৌর বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনার বাড়িতে দুই দফায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিএনপির দলীয় কোন্দলের কারণেই এই হামলা করা হয়েছে বলে দাবি করছেন মনার পরিবার।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মেহেরপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড মূখার্জী পাড়ায় অবস্থিত পৌর বিএনপি নেতা মনার বাড়ীতে অর্ধশতাধিক লোক এ হামলা চালায়। এদিন সন্ধ্যা ৭ টা প্রথমবার ও একইদিন রাত ৯ টার দিকে আরও একবার হামলা চালায় দুর্বৃত্তরা।  ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের সদস্য আশেপাশের প্রতিবেশীদের মধ্যে।

তবে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আহমদ আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক রিপনের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেনে মনিরুল ইসলাম মনার পরিবারের সদস্যরা।

এ ঘটনায় মনার মা ও স্ত্রী জানান, প্রথম দফায় সাত আট জন লোক এসে এটা বিএনপি নেতা মনার বাড়ি কি না জিজ্ঞাসা করে বাড়ির গেটে তালা লাগিয়ে দিতে যায়। এ সময় তারা মনার পিতা শফির সাথে ধাক্কাধাক্কি করে চলে গিয়েছিলো। পরে রাত ৯ টার দিকে দ্বিতীয় দফায় দেশীয় অস্ত্র ও অর্ধশতাধিক লোক নিয়ে হামলার ও ভাঙচুর চালায়।  এসময় তারা মনার মায়ের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেয়।

ভুক্তভোগী পরিবারটির দাবি, হামলাকালে তারা স্বর্ণের চেইন ও নগদ ৫৫ হাজার টাকা ঘর থেকে নিয়ে গেছে। হামলাকারীদের অনেকেরই মুখ বাধা ছিল। তবে মনার মা ও স্ত্রী এডভোকেট কামরুল হাসানের ভাই আহমদ আলী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক রিপন (৫০) কে চিনতে পেরেছি। অন্যদের মুখ বাধা ছিল বলে পরিচয় নিশ্চিত হতে পারিনি তারা।  এ ঘটনায় মেহেরপুর সদর থানায় আমরা লিখিত অভিযোগ দাখিল করেছে হামলার শিকার হওয়া বিএনপি নেতা মনার পরিবার।

মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও নবগঠিত আহবায়ক কমিটির সদস্য মাসুদ অরুন রূপালী বাংলাদেশকে বলেন, ‍‍`আমি হামলাস্থল পরিদর্শন করেছি, থানায় অভিযোগ দেয়া হয়েছে। পাশাপাশি আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।‍‍`

এ বিষয়ে কথা বলতে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

জেলা আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক-৩ ফয়েজ আহমেদের মোবাইলে কল দিলে ফোন ধরেন তার স্ত্রী। এ সময় তিনি বলেন, ফয়েজ আহমেদ ঘুমিয়ে পড়েছেন। গভীর রাতে ফোন দেয়াতে তিনি বিরক্তি প্রকাশ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত হতে মেহেরপুর সদর থানায় গেলে কর্তব্যরত ডিউটি অফিসার এস আই মোমিন বলেন, ঘটনাস্থলে আমাদের টিম গেছে, তারা এখনো ফিরে আসেনি। এছাড়াও এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন মুঠোফোনে রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে, ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে পরামর্শ দিয়েছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় লিখিত অভিযোগ আমাদের কাছে আসেনি। হয়তো রাতের কোন এক সময় ভুক্তভোগীরা লিখিত অভিযোগ জমা দিতে পারে।’
 

আরবি/জেআই

Link copied!