রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

কক্সবাজারে যৌথবাহিনীর হাতে ছাত্র আন্দোলনে হামলায় জড়িত দুই সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৪, ০২:২৭ পিএম

কক্সবাজারে যৌথবাহিনীর হাতে ছাত্র আন্দোলনে হামলায় জড়িত দুই সন্ত্রাসী গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজার শহরের গোলদিঘির পাড় এলাকা থেকে যৌথবাহিনীর অভিযানে চিহ্নিত দুই সন্ত্রাসী সালাহউদ্দিন ও কায়েস গ্রেপ্তার।

শুক্রবার রাতে সেনা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গোল দিঘির পার এলাকা হতে তাদের গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াছ খান। 

তিনি জানান, গ্রেপ্তারকৃত সালাহউদ্দিন ও কায়েস এলাকার চিহ্নিত দুই সন্ত্রাসী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল ।

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তাদের সংশ্লিষ্টতা রয়েছে। তাদের নামে থানায় বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে বলে জানান তিনি।

আরবি/জেডআর

Link copied!