বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫

পূবাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ

পুবাইল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০৬:৪৮ পিএম

পূবাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ

অভিযুক্ত মো. সজিব হাওলাদার। ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর পূবাইলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে প্রেমিকের বিরুদ্ধে মামলা করেছেন রাজধানীর উত্তরায় একটি বিশ্ববিদ্যালয়ে (ফ্যাশন ডিজাইন টেকনোলজি) দ্বিতীয় বর্ষের ছাত্রী। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটনের পূবাইল থানায় মামলাটি করা হয়।

অভিযুক্তের নাম মো. সজিব হাওলাদার (২৬)। তিনি পূবাইল থানাধীন মাজুখান পশ্চিমপাড়া এলাকার ইউনুস আলী ড্রাইভারের ছেলে।

জানা যায়, সজিব হাওলাদারের সঙ্গে ওই ছাত্রীর গত সাড়ে তিন বছর পূর্বে পরিচয় হয় এবং প্রেমের মাধ্যমে সু-সম্পর্ক গড়ে ওঠে। উক্ত সর্ম্পকে জেরে সজিব গত ২০২২ সালের সেপ্টেম্বর ১০ তারিখ সকালে পূবাইল থানাধীন একটি রিসোর্টে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং নগ্ন ভিডিও ধারণ করে।পরবর্তীতে সজিব উক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিক স্থানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। সর্বশেষ গত ৩০ অক্টোবর সকালে পূবাইল থানাধীন আপন ভুবন ও শুটিং স্পষ্টে ঝুপড়ি ঘরের ভিতরে বিয়ের প্রলোভন দেখিয়ে সজিব তাকে তার ইচ্ছার বিরুদ্ধে আবারও জোরপূর্বক ধর্ষণ করে। ভুক্তভোগী বিভিন্ন সময় সজিব হাওলাদারকে বিয়ের কথা বললে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানায়

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. আমিরুল ইসলাম বলেন, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেছেন একজন ছাত্রী। সজিব হাওলাদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

আরবি/জেডআর

Link copied!